ইতিমধ্যে অধিকাংশ বাংলাদেশিরা লিগেল হয়েছেন রেসিডেন্ট পারমিট পেয়েছেন
অনেকে জানেন না কিভাবে “ইউরোপিয়ান হেলথ ইন্স্যুরেন্স কার্ড” European Health Insurance Card বানাতে হয়।
প্রথমে অবশ্যই থাকতে হবে “AMKA” ও আপনার ইন্সুরেন্স ক্যাপাসিটি/ইকা এক্টিভ থাকতে হবে,
তারপর আপনার একটি টেক্সনেট ইউজার পাসওয়ার্ড থাকতে হবে তারপর আপনি অনলাইনে নিজে নিজেই কার্ডের জন্য আবেদন করতে পারবেন
তবে যে বাসায় আপনি থাকেন ওই বাসার ঠিকানা’ই আপনাকে দিতে হবে। সঠিক ঠিকানা মত আপনার বাসায় পাঠিয়ে দিবে।
তবে হ্যাঁ আমরা বলব যে আপনি আপনার একাউন্টেন/Logosti এর কাছে গিয়ে আবেদনটি করবেন যদি আপনি অনলাইনে নিজে নিজে না পারেন.
আবেদনের ক্লিক করুন link