গ্রীসে কাজ করতে হলে কি কি পেপারের প্রয়োজন h-jabed.com
কেউ যদি গ্রীসে কাজ করতে ইচ্ছুক হন এবং কাজ করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাকে গ্রীস সরকার অনুমোদিত একটি কাজের পারমিশন থাকতে হবে।
হতে পারে সেটা আশ্রয় আবেদন পেপার বা ভিসা বা রেসিডেন্ট পারমিট বা তৃতীয় কোন ইউরোপিয়ান কান্ট্রি সিটিজেন।
গ্রীসে কাজ করতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে এটা কিছু ক্ষেত্রে বাধ্যকতা নেই, যেমন! আপনি যদি এসজাইলাম বা আশ্রয় আবেদন প্রার্থী হন তাহলে আপনার ক্ষেত্রে পাসপোর্ট এর কোন প্রয়োজন নেই, তবে! আপনি যদি ব্যাংক একাউন্ট বানাতে চান তাহলে সেখানে আপনার কান্ট্রি পরিচয় পত্র হিসেবে আপনাকে পাসপোর্ট প্রদান করতে হতে পারে।
সর্বপ্রথম আপনি যদি গ্রীসে কাজ করার পারমিশন পেয়ে থাকেন আপনাকে প্রথমে-ই আফিমি যেটাকে সংক্ষিপ্ত ভাষায় লিখা হয় AFM বানাতে হবে, আফিমি কি সেটা জানতে হলে এখানে 👉 ক্লিক করুন
এরপর আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটাকে সহজ ভাষায় AMKA বলা হয় AMKA বানাতে হবে,
(আরেকটি বিষয়ে জানা থাকা দরকার গ্রীক সরকার বর্তমানে যারা এসাইলাম আবেদন করে থাকে তাদেরকে একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে থাকে সেটার নাম পাই, পাইপা/PAAYPA সুতরাং আপনার যদি পাইপা থাকে তাহলে আপনার আমকা/AMKA দরকার নেই অমকা কি সেটা জানতে হলে এখানে👉 ক্লিক করুন
পাইপা/PAAYPA কি জানতে হলে এখানে 👉ক্লিক করুন
ইতিমধ্যে যদি আপনি আমকা বানিয়ে থাকেন এরপরের ধাপে আপনাকে আমা/AMA বানাতে হবে আমা কি এ ব্যাপারে জানতে চাইলে এখানে 👉 ক্লিক করুন
এছাড়াও বিভিন্ন কাজের ক্যাটাগরি অনুযায়ী আরো কয়েকটি কাগজের প্রয়োজন হয় যেমন আপনার “ফিটনেস মেডিকেল সার্টিফিকেট” এবং কাজের পারমিশন পুলিশ স্টেশন থেকে “আদিয়া এরগাসিয়া”